South east bank ad

‘আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব’

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

২০১৮ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে ঢাকা জজ কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন ২০০৫ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ীনি মৌসুমী আক্তার সালমা। এই গায়িকা নিজেও আইন বিষয় নিয়ে পড়ছেন। ফলে এই বিয়ে এবং স্বামী সাগরের প্রতি তার ভালোবাসাটাও অন্যরকম।

ক্লোজআপ ওয়ান তারকা সালমার স্বামী এবার ব্যারিস্টার হয়েছেন। আজ ২৬ অক্টোবর মঙ্গলবার সালমা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ সুখবরটি জানিয়েছেন।
সালমা তার পোস্টে লেখেন, ‘আমার স্বামী আজকে লন্ডনের লিংকনস-ইন থেকে ব্যারিস্টার হলো। এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত!’

এই গায়িকা আরও বলেন, ‘ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর মানুষ হিসাবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব।’

উল্লেখ্য, সালমা-সাগরের সংসারে রয়েছে একমাত্র কন্যা সন্তান সাফিয়া নূর। করোনার কারণে বেশ কিছুদিন স্টেজ প্রোগাম থেকে দুরে থাকলেও নিয়মিতই নতুন-গান ভিডিও প্রকাশ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি বেশ কিছু নতুন গানে কণ্ঠ দিয়েছেন কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই লোক গানের শিল্পী সালমা।

BBS cable ad

বিনোদন এর আরও খবর: