South east bank ad

আন্তর্জাতিক সংস্থার সংস্কৃতি সেক্রেটারি হলেন নায়িকা শাহনুর

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সাকসেস ওয়ার্ল্ড ওয়ানের প্রতিষ্ঠাতা কুইন নাদিয়া হারিহিরি চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনুরকে সংস্কৃতি ডিপার্টমেন্টের বাংলাদেশের জেনারেল সেক্রেটারি পদে মনোনয়ন দিয়েছেন। কুইন নাদিয়া হারিহিরি (Queen Nadia Harihiri) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা করেছে।

তারা মনে করে- নারীর ক্ষমতায়ন অর্থনৈতিক উন্নয়ন সমধিকার মানবাধিকার রক্ষার স্বার্থে কাজ করে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা কামরুন নাহার শাহনুর। তাই এই নায়িকাকে সংস্কৃতি ডিপার্টমেন্টের বাংলাদেশের জেনারেল সেক্রেটারি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে সংস্থাটির সদর দপ্তর থেকে পাঠানো পত্রে জানায়, শাহনুরের নেতৃত্বে বাংলাদেশের নারী সমধিকার অর্থনৈতিক উন্নয়ন ভূমিকা রাখবে। জানা গেছে, চিত্রনায়িকা শাহনুর বর্তমান আমেরিকায় অবস্থান করছেন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। উল্লেখ্য এ সংস্থাটি আফ্রিকার দেশগুলোসহ এশিয়াতেও কাজ করছে।

BBS cable ad

বিনোদন এর আরও খবর: