South east bank ad

শঙ্কাহীন মনে মঙ্গলবার মাঠে নামছে টাইগাররা

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সবশেষ টেস্টে করোনা নেগেটিভ হওয়াতে চার দেয়ালের বন্দি জীবন থেকে মুক্তি মিলছে টাইগারদের, এবার শুরু হবে ব্যাটে-বলে নিজেদের প্রস্তুত করার লড়াই। কাল থেকেই নিউজিল্যান্ডে শুরু হবে ক্রিকেটারদের নিজেদের প্রস্তুত করার মিশন।

নিউজিল্যান্ড থেকে ভিডিও বার্তায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) সুখবরটি দিয়েছেন দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন,“গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড টেস্ট ছিল এখানে। আজ সকালে রেজাল্ট এসেছে, আলহামদুল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।”

যদিও অনুশীলন শুরুর কথা ছিল আরও আগেই। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর নিউজিল্যান্ডে সফরের সব সূচি ওলট-পালট হয়ে যায়। সিরিজের ভাগ্য ঝুলছিল ক্রিকেটারদের করোনা টেস্টের উপর। এই টেস্টে নেগেটিভ হওয়ায় ভাগ্য খুলেছে ।

এমএফ

BBS cable ad

বিনোদন এর আরও খবর: