South east bank ad

পিবিআই ঢাকা মেট্রো সাউথের পিঠা উৎসব

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিবিআই ঢাকা মেট্রো সাউথ-এর উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মিজানুর রহমান শেলী রবিবার বিকাল চারটায় উৎসবটির উদ্বোধন করেন। পিবিআই ঢাকা মেট্রো সাউথ অফিসের ছাদে এই পিঠা উৎসবটি আয়োজন করা হয়।

দেশীয় সাত প্রকার পিঠা ছিল উৎসবে। সাথে সাথে পিঠা বানিয়ে খাওয়ার আয়োজন ছিল বলে পিঠা উৎসবটি সবারই আকর্ষণ কেড়েছে। পিঠার পাশাপাশি চটপটি ও ফুসকা ছিল।

পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মুজমদারের পরামর্শে এই শীতের পিঠা উৎসব আয়োজন করা হয়। অফিসারদের পরিবার সদস্যবর্গ নিয়ে এই ব্যতিক্রম আয়োজন সবার ভালো লাগার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পিঠা উৎসবের পর ছিল দেশের গানের অনুষ্ঠান। শিল্পী আকাশ ও তার দল নিয়ে বিভিন্ন গান উপহার দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিশনাল ডিআইজি মোহা. আবদুল মালেক, পিবিআই চট্টগ্রাম ডিভিশন।

BBS cable ad

বিনোদন এর আরও খবর: