South east bank ad

মাস্ক ছাড়া বিমানবন্দরে আসায় ট্রোলের মুখে কঙ্গনা

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বছরের শেষ দিনেই ট্রোলের শিকার হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বছরের শেষ দিন সকালেই মুম্বাই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন তিনি।

সকাল সকাল শাড়ি পরে সেজেগুজে হাজির অভিনেতা, কিন্তু মুখে নেই মাস্ক। এমনকি মাস্ক ছাড়াই তিনি প্রবেশ করছেন বিমানবন্দরে। কঙ্গনার এই ছবি সামনে আসতেই তাকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা।

কঙ্গনার বিমানবন্দরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। সেই ভিডিওতেই নেটিজেনদের ট্রোলের শিকার হতে হয় অভিনেতাকে। একজন নেটিজেন লিখেছেন, 'মাস্ক না পরার ছাড়পত্র পেয়েছেন কঙ্গনা?' কেউ লিখেছেন, 'ওঁকে কেউ জিজ্ঞেস করো, মাস্ক কোথায়?'

কঙ্গনার হাতে রয়েছে একাধিক ছবি। সম্প্রতি তেজস-এর শুটিং শেষ করলেন অভিনেতা। ছবিতে একজন ফাইটার পাইলটের চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন সারভেশ মেওয়ারা।

এছাড়াও ধক্কড় ছবিতে দেখা যাবে তাকে। এই ছবিতে অ্যাকশন করতেও দেখা যাবে কঙ্গনাকে। এর আগে মনিকর্নিকা ছবিতে অ্যাকশন করেছিলেন কঙ্গনা। কিন্তু এই ছবির অ্যাকশন একেবারেই আলাদা। ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল। আগামী বছরই মুক্তি পেতে চলেছে এই দুটি ছবি।
/জেটএন/

BBS cable ad

বিনোদন এর আরও খবর: