South east bank ad

ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়

বিএনপির ভাইস চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে আসতে পারবে কি না এটা জনগণ নির্ধারণ করবে। কারণ, দেশের জনগণই সব ক্ষমতার উৎস। তিনি বলেন, কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ব্যবসায়ী যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিচার হওয়া উচিত। কিন্তু বিনা কারণে ব্যবসায়ী হয়রানি বন্ধ করতে হবে। ব্যবসায়ী নেতা মিন্টু আরও বলেন, বগুড়ায় গত ১৫ বছর কোনো উন্নয়ন হয়নি। বগুড়ার ব্যবসায়ীদের জন্য আমরা কাজ করতে চাই। বগুড়া উত্তরাঞ্চলের রাজধানী। তাই বগুড়ার উন্নয়নের জন্য কাজ করতে হবে। সেজন্য নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচিত সরকার ছাড়া বগুড়ার উন্নয়ন সম্ভব নয়। যারা ১৫ বছর লুটপাট করেছে তাদের বিচার জনগণ অবশ্যই করবে। তিনি গতকাল সকালে দেশবরেণ্য ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, গাজীপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, বিসিকের পরিচালক মীর শাহে আলম, বিএনপি নেতা শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাসার, জাহিদুল ইসলাম হেলাল, খাদেমুল ইসলাম, আবু হাসান, সন্ধান সরকার প্রমুখ।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: