সফলভাবে ক্রোনোমডুলেটেড কেমোথেরাপি প্রয়োগ
ইউনাইটেড হসপিটালে একজন কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীকে সম্প্রতি ক্রোনোমডুলেটেড কেমোথেরাপি কোর্স সফলভাবে প্রদান করা হয়েছে। কোনো প্রতিক্রিয়া ছাড়াই সম্পন্ন হয়েছে কেমোথেরাপির এ নতুন চিকিৎসা পদ্ধতি, যা বাংলাদেশে প্রথম।
মস্তিষ্কে বেশকিছু জিন আছে, যা সব শারীরিক কার্যকলাপের সময় নির্ধারণ করে, এমনকি ক্যান্সার কোষের বিভাজন ও বিশ্রামের সময়ও ঠিক করা থাকে দিনের যেকোনো সময়ানুযায়ী। যখন ক্যান্সার আক্রান্ত কোষগুলোর বিভাজন হয়, তখন ক্রোনোমডুলেটেড কেমোথেরাপি বা সময়-নিয়ন্ত্রিত কেমোথেরাপিতে ক্যান্সার রোগীদের একটি নির্দিষ্ট সময়ে কেমোথেরাপি ওষুধ প্রদান করা হয়। এর ফলে ক্যান্সার কোষগুলোকে তখন মেরে ফেলা সহজতর হয়।
ইউনাইটেড হসপিটালের কনসালট্যান্ট (অনকোলজি) ডা. অসীম কুমার সেনগুপ্ত এ ব্যাপারে বলেন, এ বিশেষ ধরনের কেমোথেরাপিতে চিকিৎসার প্রতি সহনশীলতা বাড়ে। ফলে চিকিৎসার কার্যকারিতা বাড়ে এবং রোগ নিয়ন্ত্রণ রাখার সম্ভাবনাও বাড়ে। যেসব ক্যান্সার রোগীর পূর্বে কেমোথেরাপি প্রটোকল চালিয়ে যাওয়া সম্ভব হয়নি অকার্যকরী বা অসহনীয় চিকিৎসার কারণে, তারাও এ পদ্ধতিতে কেমোথেরাপি নিতে পারেন।