South east bank ad

বাংলাদেশে বিদ্যুৎ রফতানি নিয়ে নেপালের ‘সবুজ সংকেত’

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

বাংলাদেশে বিদ্যুৎ রফতানি নিয়ে নেপালের ‘সবুজ সংকেত’

বাংলাদেশে বিদ্যুৎ রফতানিতে ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমোদন নিয়ে ‘সবুজ সংকেত’ পেয়েছে নেপাল। এর ফলে শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছে নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদনে বলা হছে, সম্প্রতি ভারত সফর করে দেশটির বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার ও পানিসম্পদমন্ত্রী সি আর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দীপক খাড়কা। সে সময় বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশে বিদ্যুৎ রফতানির ক্ষেত্রে ভারতের বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। ভারত তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমোদনের বিষয়ে ‘সবুজ সংকেত’ দিয়েছে।

ভারত সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দীপক খাড়কা।

তিনি জানান, ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে নেপাল। এজন্য ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহারের অনুমতি চেয়েছেন তারা। আগামী বছরের ১৫ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারত দিয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে নেপাল। এ ক্ষেত্রে কাঠমান্ডুকে দিল্লির কাছ থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ রফতানির অনুমতি পেতে হবে।

ভারতীয় পক্ষ নেপালের অনুরোধকে ইতিবাচক ভাবেই নিয়েছে এবং শিগগিরই অনুমতি দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দীপক খাড়কা।

প্রসঙ্গত, জ্বালানি সহযোগিতার বিষয়ে সমঝোতা হওয়ার ৬ বছর পর ভারতের ভূখণ্ড হয়ে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ, নেপাল ও ভারত। গত ৩ অক্টোবর এ সংক্রান্ত চুক্তি হয়।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: