South east bank ad

ভারত থেকে ৯১ হাজার টন চাল আমদানির প্রস্তুতি

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

ভারত থেকে ৯১ হাজার টন চাল আমদানির প্রস্তুতি

চাল আমদানির অনুমতি দিয়ে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে হিলি স্থলবন্দরের ১৩ জন আমদানিকারক প্রায় ৯১ হাজার টন চাল আমদানির জন্য প্রস্তুতি নিয়েছেন।

শুক্রবার হিলি স্থলবন্দরের উপসহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ব্যবসায়ীরা ইমপোর্ট পারমিট পাওয়ার পর ভারত থেকে চাল আমদানি করবেন এবং আগামী সপ্তাহে এসব চাল বাজারে আসতে পারে।

এদিকে হিলি বাজারে দেশি চালের দাম বেড়ে গেছে। কিছু চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, আমদানি শুরু হলে দাম কিছুটা কমবে।

হিলি স্থলবন্দরের এক আমদানিকারক জানান, সরকার চাল আমদানির অনুমতি দিলেও নির্ধারিত সময়সীমা খুবই কম। কারণ আগামী ১২ ডিসেম্বরের মধ্যে বাজারজাত করতে হবে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে প্যাকেটে চাল আমদানি করা হবে সেই প্যাকেটেই বাজারে বিক্রি করতে হবে এবং প্রতিদিনের আমদানি, বিক্রি ও মজুদের তথ্য স্থানীয় খাদ্য অফিসে জমা দিতে হবে।

ইউসুফ আলী জানান, এখনো কেউ ইমপোর্ট পারমিট পাননি, তবে পারমিট পেলে চাল আমদানি প্রক্রিয়া শুরু হবে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: