শিরোনাম

South east bank ad

ঝুঁকি না নিলে ব্যবসায় সফলতা আসে না: ফিনিক্স গ্রুপের চেয়ারম্যান দীন মোহাম্মদ

 প্রকাশ: ১৭ জুন ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   সাক্ষাতকার

ঝুঁকি না নিলে ব্যবসায় সফলতা আসে না: ফিনিক্স গ্রুপের চেয়ারম্যান দীন মোহাম্মদ
দীন মোহাম্মাদ দীর্ঘ সময় ধরে এই দেশের আর্থিক উন্নতির জন্য কাজ করছেন।তিনি এদেশের অন্যতম অর্থনৈতিক উন্নতির অগ্রদূত হিসেবে তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। তিনি এদেশের অন্যতম অভিজ্ঞ উদ্যোক্তাদের একজন। তিনি ১৯৩৮ সালে জন্ম গ্রহণ করেছেন। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল ১৯৬০ সালে ট্রেডিং ব্যবসার মাধ্যমে।তার দু’বছর পর তিনি শিল্পক্ষেত্রে নিজের এক বিশেষ স্থান করে নেন।ধীরে ধীরে তিনি এদেশের শীর্ষ শিল্পপতি ও ট্রেডিং ব্যবসায়ীদের তালিকায় নিজের নাম করে নেন। তিনি সকলের কাছে ফিনিক্স গ্রুপ অব ইন্ডাসট্রিজ এর প্রতিষ্ঠাতা হিসেবে সুপরিচিত।তাঁর কঠোর প্রচেষ্টার মাধ্যমে ফিনিক্স গ্রুপ অব ইন্ডাসট্রিজ- একটি বহুজাতিক কোম্পানিতে পরিণত হয়েছে।ফিনিক্স গ্রুপের অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেঃ • ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড • ফিনিক্স টেক্সটাইল মিলস লিমিটেড • ইস্টার্ন ডাইং এন্ড কেলেণ্ডারিং ওয়ার্কস লিমিটেড • অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড • ফিনিক্স ফেব্রিক্স লিমিটেড • ফিনিক্স গার্মেন্টস লিমিটেড • ফিনিক্স ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টস লিমিটেড • ফিনিক্স স্পিনিং মিলস লিমিটেড • রংধনু স্পিনিং মিলস লিমিটেড • ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড তিনি কিছু সময়ের জন্য সিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন।তাঁরই প্রচেষ্টায় ফিনিক্স ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টস লিমিটেড বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে প্রতিষ্ঠা লাভ করে। তিনি একসময় স্বপ্ন দেখতেন, বাংলাদেশ সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে।একারণেই, তিনি অনেক বছর ধরেই বিভিন্ন সরকারি কমিটির সাথে কাজ করছেন।যেমন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেশদাতা কমিটির সদস্য হিসেবে। তিনি ঢাকা কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি লালবাগ স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং লালবাগ শাহী মসজিদ কমিটি ও ঢাকা ওয়ান্ডারারস ক্লাবের সদস্য ছিলেন। বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর অবদানের জন্য বিভিন্ন সংস্থা তাঁকে অসংখ্যবার পুরস্কৃত করেছে।
BBS cable ad

সাক্ষাতকার এর আরও খবর: