আবুল কাসেম খান; সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
আবুল কাসেম খান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), এর সভাপতি। তিনি ১৯৬৮ সালে চট্রগ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে ব্যবসা প্রশাসনে উচ্চ শিক্ষা লাভ করেন আবুল কাসেম খান। তিনি ১৯৯২-১৯৯৬ সাল পর্যন্ত ব্যাংকিং পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৯৬ সাল থেকে তিনি পারিবারিক ব্যবসায় যোগদান করেন।
বর্তমানে তিনি এ কে খান অ্যান্ড কোম্পানী লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার পারিবারিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশে টেক্সটাইল, টেলিকম ডিস্ট্রিবিউশন, আইএসপি/এএসপি, গভীর সমুদ্রে মৎস আহরণ ও প্রক্রিয়াজাতকরণ, বনায়ন প্রভৃতি ব্যবসায় নিয়োজিত রয়েছেন। এছাড়া বাংলাদেশে এসইজেড, বেসরকারি মালিকানায় বন্দর, আইসিডি স্থাপনে বিনিয়োগ করেছে।
তিনি এ কে খান টেলিকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ঢাকা চেম্বারের তথ্য অনুযায়ী, আবুল কাসেম খান সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এএম জহিরউদ্দিন খানের বড় ছেলে।