ভুয়া অফার তৈরি করা চক্রের বিরুদ্ধে স্বপ্নে’র আইনি ব্যবস্থা গ্রহণ
দেশের জনপ্রিয় চেইন সুপারশপ স্বপ্ন’র লোগো হুবহু নকল করে নানা ভুয়া অফার তৈরি করে প্রচার করেছে একটি চক্র। বিষয়টি নিয়ে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়ে এ ঘটনায় ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বপ্ন কর্তৃপক্ষ। রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান তারা।
অভিযোগ রয়েছে, কে বা কারা (স্বপ্ন-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লিখে) নানা অফারের কথা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সের লাখো অ্যাকাউন্টে লিংক পাঠানো হয়েছে। তবে এটি একটি ফেইক পোস্ট। 'স্বপ্ন' কর্তৃপক্ষ এ ধরনের ফেইক লিংকে ক্লিক বা শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে। 'স্বপ্ন' কোনাে অফার দিলে তা কোম্পানির নির্দিষ্ট ফেসবুক পেইজে (https://www.facebook.com/Shwapno.ACILL) দিয়ে থাকে।
এদিকে, দেশের জনপ্রিয় চেইন সুপারশপ স্বপ্ন’র নাম করে এমন প্রতারণা করার জন্য ফেইক অফার তৈরিকারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা এরইমধ্যে গ্রহণ করেছেন এবং দ্রুত অপরাধীর শাস্তির ব্যবস্থা করবেন বলেও জানানো হয়েছে।