শিরোনাম

South east bank ad

ভুয়া অফার তৈরি করা চক্রের বিরুদ্ধে স্বপ্নে’র আইনি ব্যবস্থা গ্রহণ

 প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

দেশের জনপ্রিয় চেইন সুপারশপ স্বপ্ন’র লোগো হুবহু নকল করে নানা ভুয়া অফার তৈরি করে প্রচার করেছে একটি চক্র। বিষয়টি নিয়ে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়ে এ ঘটনায় ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বপ্ন কর্তৃপক্ষ। রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান তারা।

অভিযোগ রয়েছে, কে বা কারা (স্বপ্ন-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লিখে) নানা অফারের কথা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সের লাখো অ্যাকাউন্টে লিংক পাঠানো হয়েছে। তবে এটি একটি ফেইক পোস্ট। 'স্বপ্ন' কর্তৃপক্ষ এ ধরনের ফেইক লিংকে ক্লিক বা শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে। ‌'স্বপ্ন' কোনাে অফার দিলে তা কোম্পানির নির্দিষ্ট ফেসবুক পেইজে (https://www.facebook.com/Shwapno.ACILL) দিয়ে থাকে।

এদিকে, দেশের জনপ্রিয় চেইন সুপারশপ স্বপ্ন’র নাম করে এমন প্রতারণা করার জন্য ফেইক অফার তৈরিকারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা এরইমধ্যে গ্রহণ করেছেন এবং দ্রুত অপরাধীর শাস্তির ব্যবস্থা করবেন বলেও জানানো হয়েছে।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: