শিরোনাম

South east bank ad

ফুলকলি সুইটসসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

রাজধানীতে মোড়কজাত সনদ ছাড়া পণ্য বিক্রি করার অপরাধে ফুলকলি সুইটসের বিরুদ্ধে মামলা-জরিমানাসহ ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন বিএসটিআই পরিচালিত পৃথক দুই ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার ৬ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এ মামলা ও জরিমানা করা হয়।

এর মধ্যে মোড়কজাত সনদ ব্যতীত পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে ফুলকলি সুইটস লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
অন্য একটি অভিযানে মোহাম্মদপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ওই অভিযানে কালু মিয়া দধি ভাণ্ডারকে দই ও ঘি পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়াও টাউন হল সুপার মার্কেটে বিক্রমপুর মিস্টান্ন ভাণ্ডারকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া ঘি, চানাচুর ও বিস্কুট অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: