ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াঁজ খালী বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে ২ ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিকেলে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ী সালাম মোল্যা ও মনোয়ার হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করে।
সদরপুর থানা পুলিশের সহযোগীতায় উক্ত অভিযান পরিচালনা করেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক মাহমুদ।
এসময় দুই দোকান থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভূস্মীভূত করা হয়।