রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন আটক
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক করা রোহিঙ্গারা হলেন আব্দুস সালাম ও জিয়াউর রহমান।
গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে এপিবিএনের একটি দল। এ নিয়ে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন রোহিঙ্গাকে আটক করলো এপিবিএন।
ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএনের পুলিশ সুপার নাঈমুল হক দুই রোহিঙ্গাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের পর রাতেই তাদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে এর আগে গতকাল শুক্রবার দুপুরে মোহাম্মদ সেলিম প্রকাশ ওরফে লম্বা সেলিমকে আটক করে এপিবিএনের সদস্যরা।
গত বুধবার রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।