South east bank ad

নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর ২০২১ (রবিবার) ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, চাঁদপুর ও নৌবাহিনীর জাহাজসমূহ নিম্নোক্ত স্থানে সর্বসাধারণের পরিদর্শনের জন্য বেলা ২ ঘটিকা হতে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

অঞ্চল স্থান
ঢাকা- ঢাকা সদর ঘাট
চট্টগ্রাম- নেভাল বার্থ/আরআরবি
খুলনা- খুলনা নেভাল বার্থ/রকেট ঘাঁট
দিগরাজ- নেভাল বার্থ/মোংলা বন্দর
বরিশাল- বিআইডব্লিউটিএ ঘাট, বরিশাল
চাঁদপুর- বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুর

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: