South east bank ad

নৌবাহিনীর অফিসার ক্যাডেট পরীক্ষার লিখিতের ফল প্রকাশ

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট ২০২২-বি ব্যাচের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। নৌবাহিনীর ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনে আইএসএসবি পরীক্ষার বায়োডাটা পূরণের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। খুদে বার্তা পাওয়ার পর এ https://issb-bd.org/candidatelogin/ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে বায়োডাটা পূরণ করতে হবে। পরবর্তী সময়ে আইএসএসবি পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখসহ কল–আপ লেটার দেওয়া হবে।

আন্তঃবাহিনী নির্বাচন পরিষদের এ ওয়েবসাইট থেকে আইএসএসবি পরীক্ষার তারিখ জানা যাবে এবং কল-আপ লেটার ডাউনলোড করা যাবে।

অফিসার ক্যাডেট ২০২২-বি ব্যাচের লিখিত পরীক্ষার বিস্তারিত ফলাফল ও উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এ দুটি ওয়েবসাইটে https://joinnavy.navy.mil.bd/ ও https://www.navy.mil.bd পাওয়া যাবে।

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: