South east bank ad

প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে নৌবাহিনীর জাহাজ আবু উবাইদাহ এর মোংলা নৌ জেটি ত্যাগ

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আবু উবাইদাহ আজ মঙ্গলবার (১৪-১২-২০২১) শ্রীলংকা এবং মালদ্বীপের উদ্দেশ্যে মোংলা নৌ জেটি ত্যাগ করেছে। বন্দর ত্যাগকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এসময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর আবদুল্লাহ্ আল মামুন চৌধুরীসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং
জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এই সফরে বানৌজা আবু উবাইদাহ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফুজ্জামান এর নেতৃত্বে ২৭ জন
কর্মকর্তাসহ সর্বমোট ২৪৮ জন নৌসদস্য অংশগ্রহণ করছেন।

জাহাজটি এ প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশসমূহের সাথে সু-সম্পর্ক জোড়দার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ০৫ জানুয়ারি ২০২২ তারিখে দেশে প্রত্যাবর্তন করবে।

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: