South east bank ad

একজন আদর্শবান রাজনীতিবিদ কে এম খালিদ এমপি

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি


কে এম খালিদ এমপি। সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং রাজনীতিবিদ। তিনি নবম ও একাদশ জাতীয় সংসদে ময়মনসিংহ-৫ আসন থেকে নির্বাচিত হন। ২০১৯ সালের ৭ জানুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

ব্যক্তি জীবনে খালিদ ১৯৫৫ সালের ৪ আগস্ট ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এম আবদুল ওয়াদুদ ও মাতা রাবেয়া খাতুন। তিনি প্রথমে আনন্দ মোহন কলেজে ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। তিনি এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ও তৃণমূল রাজনীতিতে একজন আদর্শবান রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত। তিনি ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা নির্বিশেষে সকল মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব।
খালিদ আনন্দ মোহন কলেজের ছাত্র থাকাবস্থায় রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগের আনন্দ মোহন শাখার আহবায়ক ছিলেন। ১৯৮০-১৯৮১ মেয়াদে কলেজের ছাত্র সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।

খালিদ এরপর আওয়ামী যুবলীগে যোগদান করেন এবং ১৯৮৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ১৯৯৫ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম- সাধারণ সম্পাদক এবং ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত সহ-সভাপতি ছিলেন। পরবর্তীতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব নেন।

সংস্কৃতিমনা পরিবারের সন্তান জনাব খালিদ ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠেন। সংস্কৃতি চর্চার প্রতি ভীষণ ঝোঁক ছিল তাঁর মাতার। সে অনুরাগে অনুপ্রাণিত হয়ে তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাঁর বড় ভাই মাহমুদ সাজ্জাদ একজন স্বনামধন্য মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব ম. হামিদ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সাবেক মহাপরিচালক, নাট্যচক্রের প্রতিষ্ঠাতা।

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কে এম খালিদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৫০, ময়মনসিংহ-৫ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর দায়িত্বে নিযুক্ত হন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ৩ সন্তানের জনক। তাঁর স্ত্রী ড. সোহেলা আক্তার একজন সফল বিজ্ঞানী হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরে কর্মরত রয়েছেন।
খালিদ একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক। তিনি শিক্ষা ও সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে জড়িত। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, অস্ট্রেলিয়া, ভারত, চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল ও সৌদি আরবসহ পৃথিবীর বহুদেশ ভ্রমণ করেছেন।

‘মানুষ মানুষের জন্য’- এই উক্তিটিকে সত্য হিসেবে প্রমান করেছেন কে এম খালিদ এমপি। দেশের অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছেন এই মহামারির সংকটকালে। অনেকেই খাদ্যের অভাবে অসহায় জীবনযাপন করছেন। এসব অবহেলিত মানুষে পাশে দাঁড়িয়েছেন তিনি। এছাড়াও
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে এ পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে ৩,২১৩ (তিন হাজার দুইশত তের) সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: