ঔষধ শিল্প সমিতির মত বিনিময় সভা
দেশের ঔষধ শিল্প বিকাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একযোগে কাজ করবে। সম্প্রতি ঔষধ শিল্প সমিতি আয়োজিত মত বিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান এ কথা বলেন। এ সময় তিনি ঔষধ শিল্প সমিতিকে মাদকবিরোধী প্রচারণায় এগিয়ে আসার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন ঔষদ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, ঔষধ শিল্প সমিতির মহাসচিব শফিউজ্জামান ও সমিতির সহ-সভাপতি মো. হারুনুর রশিদ প্রমুখ।