বিশ্বের শীর্ষ টেকসই ওষুধ কোম্পানি নভো নরডিস্ক
বিশ্বের এক নম্বর টেকসই কোম্পানীর খেতাব পেয়েছে ডেনমার্কের ইনসুলিন প্রস্তুতকারক কোম্পানি নভো নরডিস্ক। এ বছর বিশ্বের একশ টেকসই কোম্পানির তালিকায়, ওষুধ খাতে প্রথম স্থান এবং সম্মিলিতভাবে উনিশতম হয়েছে এ কোম্পানিটি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডে এ তালিকা প্রকাশ করে। অর্থনৈতিক ব্যবস্থাপনা, পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতা বিবেচনায় এনে তালিকাটি প্রকাশ করা হয়েছে। এ বছর কোম্পানিটির সিইও লার্স রেবিয়েন সরেনসন বিশ্বসেরা সিইও নির্বাচিত হয়েছেন। নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক এ রাজনকুমার বলেন, আমরা শুধু মুনাফার জন্য ব্যবসা করছি না। আমাদের সামাজিক দায়বদ্ধতাও আছে এর সাথে পরিবেশের উপরও দায়ব্ধতা রয়েছে। হেড অব মার্কেটিং ডা. মুহাম্মদ সাইফুল বলেন, ডেনমার্ক, ব্রাজিল ও জাপানে আমরা সবুজ জ্বালানী ব্যবহার করে থাকি। ২০২০ সালের মধ্যে আমাদের সকল কারখানায় সবুজ জ্বালানী ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এটাকে লক্ষ্য ধরে আমরা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচী করে যাচ্ছি। - প্রেস বিজ্ঞপ্তি