শিরোনাম

South east bank ad

লকডউনের মধ্যেও বাংলাবাজার ঘাটে হাজার হাজার যাত্রী

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ

মাদারীপুর প্রতিনিধি:

আজ সকাল থেকেই বিধিনিষেধ উপেক্ষা করে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হয়েছে।

শিবচরের বাংলাবাজার ঘাটে মোটরসাইকেল আরোহীদের চাপ বেশি দেখা গেছে। শনিবার সকাল থেকে হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা যায় নৌরুটের ফেরিগুলোতে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, আগামীকাল গার্মেন্টস ও কলকারাখানা খুলে দেয়ার ঘোষণা দেয়ার আজ সকালে দক্ষিণাঞ্চলের অন্যতম এই ব্যস্ত রুটে হাজার হাজার মানুষ ফেরিতে পার হচ্ছে। গণপরিনহন বন্ধ থাকায় তিন চাকার বিভিন্ন পরিবহন ও মটর সাইকেলে আসছে ঘাট এলাকায়। সেখান থেকে ফেরি পার হয়ে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিচ্ছে। লঞ্চ ও স্পীড বোট বন্ধ থাকায় চাপ পড়েছে ফেরি ঘাটে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন আহমেদ বলেন,নৌরুটে যাত্রীবাহী কোনো যানবাহন পার করা হচ্ছে না। তবে যাত্রীদের চাপ রয়েছে।

BBS cable ad

জনদুর্ভোগ এর আরও খবর: