লকডউনের মধ্যেও বাংলাবাজার ঘাটে হাজার হাজার যাত্রী
মাদারীপুর প্রতিনিধি:
আজ সকাল থেকেই বিধিনিষেধ উপেক্ষা করে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হয়েছে।
শিবচরের বাংলাবাজার ঘাটে মোটরসাইকেল আরোহীদের চাপ বেশি দেখা গেছে। শনিবার সকাল থেকে হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা যায় নৌরুটের ফেরিগুলোতে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, আগামীকাল গার্মেন্টস ও কলকারাখানা খুলে দেয়ার ঘোষণা দেয়ার আজ সকালে দক্ষিণাঞ্চলের অন্যতম এই ব্যস্ত রুটে হাজার হাজার মানুষ ফেরিতে পার হচ্ছে। গণপরিনহন বন্ধ থাকায় তিন চাকার বিভিন্ন পরিবহন ও মটর সাইকেলে আসছে ঘাট এলাকায়। সেখান থেকে ফেরি পার হয়ে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিচ্ছে। লঞ্চ ও স্পীড বোট বন্ধ থাকায় চাপ পড়েছে ফেরি ঘাটে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন আহমেদ বলেন,নৌরুটে যাত্রীবাহী কোনো যানবাহন পার করা হচ্ছে না। তবে যাত্রীদের চাপ রয়েছে।