South east bank ad

মামদুদুর রশীদ ইউসিবির নতুন এমডি ও সিইও

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

মামদুদুর রশীদ ইউসিবির নতুন এমডি ও সিইও

সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মামদুদুর রশীদ।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

মামদুদুর রশীদের কর্মজীবন শুরু ১৯৯৫ সালে সিটিব্যাংক এনএ-বাংলাদেশে। তিনি এই ব্যাংকে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কর্পোরেট ও এসএমই, ফিন্যান্স, অপারেশন্স, ঝুঁকি ব্যবস্থাপনা (ক্রেডিট, মার্কেট ও অপারেশনাল), কমপ্লায়েন্স, মানবসম্পদ এবং সাধারণ সেবাসহ ব্যাংকিংয়ের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মামদুদুর রশীদ ইউসিবি এবং ব্র্যাক ব্যাংকের এএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্র্যাক ব্যাংকে তিনি হোলসেল ব্যাংকিংয়ের নেতৃত্ব দেন। এছাড়াও ছিলেন ব্র্যাক এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের গ্রুপ সিএফও।

তিনি আইবিএ থেকে এমবিএ (ফিন্যান্স) করেছেন এবং ফুলব্রাইট স্কলার হিসেবে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডাইস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে এমএ ডিগ্রি নেন। মেরিন একাডেমি থেকে প্রেসিডেন্ট স্বর্ণপদক লাভ করেন। মামদুদুর রশীদ ব্যাংকিং পেশার আগে একজন নাবিক ছিলেন এবং আইবিএতে প্রভাষকের (ফিন্যান্স) দায়িত্ব পালন করেন। তিনি সিপিএ অস্ট্রেলিয়ার একজন ফেলো মেম্বার।

BBS cable ad