শিরোনাম

South east bank ad

ঢাকার পুঁজিবাজারে আধা ঘণ্টায় লেনদেন সাড়ে ৭৫ কোটি

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

ঢাকার পুঁজিবাজারে আধা ঘণ্টায় লেনদেন সাড়ে ৭৫ কোটি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর ঘণ্টাখানেক পর- অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬২ ও ১৯১৯ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কম্পানির শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো- ফুওয়াং ফুড, ফুওয়াং সিরামিক, মিডল্যান্ড ব্যাংক, শাইনপুকুর সিরামিক, লাভেলো আইসক্রিম, সান লাইফ ইনস্যুরেন্স, গোল্ডেন সন, অগ্নি সিস্টেম, পেপার প্রোসেসিং ও আরডি ফুড।

 

BBS cable ad