South east bank ad

হবিগঞ্জে খোয়াই নদীর চর থেকে মাটি উত্তোলন হুমকিতে নদীর বাঁধ ও ব্রিজ

 প্রকাশ: ১১ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

হবিগঞ্জে খোয়াই নদীর চর থেকে মাটি উত্তোলন হুমকিতে নদীর বাঁধ ও ব্রিজ

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একাধিকবার অভিযান পরিচালনার পরও খোয়াই নদীর চর থেকে মাটি উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। প্রকাশ্যে অবৈধভাবে চলছে মাটি উত্তোলনের মহোৎসব। এতে হুমকিতে রয়েছে পুরাতন ও নতুন ব্রিজসহ খোয়াই নদীর বাঁধ । জানা যায়, বেশ কয়েক বছর ধরেই জেলার শায়েস্তাগঞ্জ পুরান বাজার নতুন ব্রিজ এলাকার খোয়াই নদীর চর থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছে একটি চক্র। চক্রটি প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করতে সাহস পায় না। অবৈধভাবে নিয়ম নিতির তোয়াক্কা না করেই মাটি উত্তোলন করে আসছে অন্যদিকে মেশিন দিয়ে বালু উত্তোলন করছে চক্রটি । প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করলে কিছুদিন তা বন্ধ থাকে। এর পর আবারও শুরু হয় ।

এদিকে পুরান বাজার ব্রিজের পিলারের গোড়া নতুনব্রিজ থেকে মাটি উত্তোলন, রেলব্রিজ থেকে বালু উত্তোলনের ফলে তিনটি ব্রিজ হুমকির মুখে পড়েছে। ব্রিজের গোড়া থেকে মাটি-বালু সরে গিয়ে দুর্বল হয়ে পড়ছে ব্রিজ । যে কোনো সময় ব্রিজ গুলো ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি) দুপুরে
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জড়িমানা করেন এছাড়া
২ বছর দুইয়েক আগে শায়েস্তাগঞ্জ রেলওয়ে প্রকৌশল বিভাগের লোকজনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্রিজের কাছ থেকে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয় এবং ড্রেজার মেশিন জব্দ করা হয়। এর পর কিছুদিন বালু উত্তোলন বন্ধ ছিল। কয়েকদিন পর আবার নতুন ব্রিজ সংলগ্ন চর থেকে মাটি উত্তোলন শুরু করা হয়।

এলাকাবাসী জানান, নিয়মিত ব্রিজের চর থেকে মাটি কেটে ট্রাক্টর দিয়ে মাটি পাচারের ফলে খোয়াই নদীর বাঁধ ও ব্রিজের পিলারের গুড়া ও খোয়াই নদীর বাঁধ বিনষ্ট করা হচ্ছে। প্রশাসনের লোকজনকেও বালু উত্তোলনকারীরা তোয়াক্কা করে না । এ ব্যাপারে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, খোঁজনিয়ে ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: