লৌহজংয়ে দুই হাজার কেজি জাটকা ও একটি স্পীডবোট জব্দ

কায়সার সামির (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে দুই হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। এসময় নিষিদ্ধ জাটকা ধরার কাজে ব্যবহৃত একটি স্পীডবোট জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (২১ মার্চ) উপজেলার মাওয়া কান্দিপাড়া মাওয়া মাছের আড়ৎ সংলগ্ন ঘাট এলাকায় অভিযান চালিয়ে এক হাজার নয়শত পঞ্চাশ কেজি অর্থাৎ (প্রায় ৪৯ মণ) জাটকা জব্দ করা হয়।
জানাগেছে, পদ্মা নদীতে রেখে মাছগুলো গাড়িতে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছিলো। এ সময় কোস্ট গার্ড অভিযান চালিয়ে জাটকাসহ একটি স্পীডবোট জব্দ করে। তবে অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত স্পীডবোট লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করে জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে যানান কোস্ট গার্ড।