South east bank ad

মুন্সীগঞ্জে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

 প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মুন্সীগঞ্জে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

কায়সার সামির (মুন্সীগঞ্জ) :

মুন্সীগঞ্জ পৌর শহরে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গবার দুপুর দিকে শহরের সুপার মার্কেট চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২১ জনকে এই অর্থদন্ড দেয়া হয়। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এই অভিজানে প্রায় ১০ জন শিশু বাচ্চাদের মাস্ক পরিয়ে দেয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সিহাবুল আরিফ ও অভিজানে সার্বিকভাবে সহযোগিতা করে এসআই তন্ময়সহ পুলিশ সদস্য।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। অভিযানের সময় মাস্ক না পরায় ২১ জনকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিহাবুল আরিফ বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজান পরিচালনা করা হবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: