মুন্সীগঞ্জে থ্রি মার্ডারের অন্যতম আসামী অভি গ্রেফতার

কায়সার সামির (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে আলোচিত থ্রি মার্ডার মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী আলভী মুনতাসিম অভি (২০) কে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। অভি উত্তর ইসলামপুর এলাকার মো. আলী হোসেনের ছেলে।
জানা যায়, জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে শুক্রবার ভোরে এজাহারভুক্ত ৬ নম্বর আসামী অভি কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আসামী মামলা সংক্রান্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে যাহা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হয়েছে।
উত্তর ইসলামপুর হত্যা মামলার ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের প্রত্যেককেই গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানা ডিবি পুলিশের (ওসি) মো. মোজাম্মেল হক।