South east bank ad

মুন্সীগঞ্জে ১ শত ৮০ মণ জাটকা জব্দ

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মুন্সীগঞ্জে ১ শত ৮০ মণ জাটকা জব্দ

কায়সার সামির (মুন্সীগঞ্জ):

ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীতে সোমবার ভোর সকালে অভিযান চালিয়ে ১ শত ৮০ মণ অর্থাৎ ৭ হাজার ২'শ কেজি জাটকা জব্দ করেন মুক্তার নৌ-পুলিশ। এসময় একটি ট্রলার ও একটি স্পীডবোট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদী দিয়ে জাটকা ঢাকার উদ্দেশ্যে নেওয়ার পথে ট্রলারটি চিহ্নিত করে তাদের পিছু নেই। এসময় তারা আমাদের অবস্থান বুঝতে পেরে নদীর পাড়ে ট্রলার ও স্পীডবোট রেখে চলে যায়। পরে সেখান থেকে ৭ হাজার ২'শ কেজি জাটকা সহ একটি ট্রলার ও একটি স্পীডবোট জব্দ করা হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সোমবার ভোর সকালে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার ২'শ কেজি জাটকা সহ একটি স্পীডবোট ও একটি ট্রলার জব্দ করি। পরে সকাল ১১ টায় মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: