South east bank ad

সম্প্রসারিত ধামইরহাট উপজেলা পরিষদ ভবন: উদ্বোধনের অপেক্ষা আর কত?

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

সম্প্রসারিত ধামইরহাট উপজেলা পরিষদ ভবন: উদ্বোধনের অপেক্ষা আর কত?

আব্দুল্লাহ হেল বাকী (নওগাঁ) :
নওগাঁর সীমান্ত ঘেষা একটি উপজেলা হিসেবে পরিচিত ধামইরহাট উপজেলা। দিন দিন এ উপজেলার অবকাঠামোগত দিকগুলো উন্নয়নের দিক থেকে বেশ উন্নত হতে চলেছে। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ গড়ে উঠতে চলেছে নানান সরকারি-বেসকরকারী স্থাপনা। ঠিক এমনি একটি দৃষ্ঠি নন্দিত স্থাপনা হচ্ছে সম্প্রসারিত ধামইরহাট উপজেলা পরিষদ ভবন।

জানা গেছে, ২০১৬ সালের ১৫ নভেম্বর মাসে শুরু হয় উপজেলা পরিষদ ভবন নির্মাণের কাজ। ৪ কোটি ৫০লক্ষ ৮৮হাজার ২১৭ টাকা ব্যায়ে ৩০ কক্ষ ও দুই অংশ বিশিষ্ঠ এই ভবনের কাজ শেষ হয় ২০১৮ সালের ডিসেম্বর মাসে। কাজ শেষ হবার দীর্ষ ২বছরেরও বেশি সময় ধরে নবনির্মিত উপজেলা পরিষদের ভবনটি রয়েছে অবহেলা অযতেœ। উপজেলা পরিষদের আওতায় মোট ১৭টি সরকারি অফিস রয়েছে।

একেক অফিস একেক স্থানে হওয়ায় অফিস খুজে পেতে বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ জনগনকে। এসব সমস্যা উত্তোরণে স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনকে আধুনিকায়নের আওতায় নিয়ে আসেন। তার আন্তরিক প্রচেষ্ঠায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের অর্থায়নে নির্মিত হয় নতুন পরিষদ ভবন।

দুই বছরেও উদ্বোধন হয়নি ধামইরহাটের উপজেলা পরিষদ ভবন এদিকে নানান সমস্যার অবসান ঘটিয়ে পুরনো ভবনের বিপরীতে পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্বলিত প্রশাসনিক কর্মকান্ডকে গতিশীল করতে নতুন স¤প্রসারিত ভবন নির্মিত হওয়ায় উপজেলা পরিষদের কার্যক্রমগুলো একই ছাদের নিচে জনসাধারণকে সেবা নিশ্চিত করতে নির্মাণ হলেও দীর্ষ সময় ধরে রয়েছে উদ্বোধনের অপেক্ষায়। কবে হবে উদ্বোধন এমন প্রশ্ন অনেকের মধ্যে ঘুরপাক করছে।

অন্যদিকে নির্মাণ কাজ শেষ হবার দীর্ষ দুই বছর পেরিয়ে গেলে এত মূল্যবান ভবনটি উপজেলা পরিষদের পক্ষ থেকে রাখা হয়েছে অবহেলায়। যার কারণে ভবণের পরিছন্নতার অভাবে ময়লা মাকড়সা জালে ভবনটি রয়েছে চরম অবহেলায়। মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তীতে ওই নবনির্মিত পরিষদের ভবনটি বাহ্যিক অংশ অপরিচ্ছন্ন রাখায় প্রশ্ন উঠেছে এলাকার সচেতন মহলে।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন জানান, আমি লিখিত ভাবে উদ্বোধনের জন্য কাগজপত্র পাঠিয়ে দিয়েছি। খুব দ্রæত এই ভবনটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে এবং আরো কিছু কাজ বাকি রয়েছে সেগুলো সম্পূর্ণ করা হবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: