সিরাজদিখানে ১৪৪ ধারা জারি ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন

কায়সার সামির (মুন্সীগঞ্জ) :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামারা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে হেফাজতের পূর্ব নির্ধারিত সভাস্থলে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। হেফাজতের আহ্বানে এই সভাস্থলে বিক্ষোভ সমাবেশে করার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করেছেন। তবে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বুধবার সন্ধ্য ৬ থেকে বৃহস্পতিবার রাত ১০ পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এই ১৪৪ ধারার আওয়াতায় সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ৪টি এলাকা রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সিরাজদিখানে বিজিপি, র্যাব, পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ প্রায় ৫ শত আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া হেফাজত ইসলামের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার গুরুত্বপূণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তবে করোনা সংক্রমন এড়াতে হেফাজত ইসলাম তাদের সভা সমাবেশ স্থগিত করেছে বলে বুধবার রাতে মোবাইল ফোনে জানিয়েছেন উপজেলা হেফাজত ইসলামের সভাপতি ওবায়দুল্লাহ কাশেমী।
জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম জানান, জেলার পরিস্থিত স্বাভাবিক ও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।