South east bank ad

মুন্সিগঞ্জে গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মুন্সিগঞ্জে গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কায়সার সামির (মুন্সিগঞ্জ):
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে রিয়া মনি নামের এক গৃহবধুর লাশ উদ্ধারের ঘটনায় হত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী। রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচিত অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে নিহত রিয়ার স্বজন, এলাকবাসী সহ শতাধিক জনসাধারণ অংশ নেন।

মানববন্ধনকারীরা রিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী জানান। এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ও যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপস্থিত জনসাধারণ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ রাতে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপর গোয়ালপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে নিহত রিয়া মনি'র লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় পরদিন নিহতের পিতা বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় স্বামী, শাশুড়ি, দুই ননদ ও তাদের স্বামী সহ মোট ৬ জনকে আসামী করে আত্মহত্যার প্ররোচনার মামলা করে। মামলায় এখন পর্যন্ত শাশুড়ি হোসনে আরা বেগমকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে পুলিশ। অপর ৫ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রিয়া আব্দুল্লাপুর এলাকার সৌদি আরব প্রবাসী সবুজ বেপারীর স্ত্রী। সবুজ-রিয়া দম্পতির দুই বছরের এক ছেলে রয়েছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: