South east bank ad

ঝালকাঠিতে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডায়রিয়া অাক্রান্ত রোগী

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ঝালকাঠিতে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডায়রিয়া অাক্রান্ত রোগী

রাজু খান (ঝালকাঠি):

ঝালকাঠি জেলায় গত ১সপ্তাহ ধরে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। জেলার মধ্যে সদর উপজেলা ও নলছিটি উপজেলায় আক্রান্তদের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। জেলার অন্য দু’টি উপজেলা রাজাপুর ও কাঠালিয়ায় আক্রান্তদের হার তুলনামুলক কম। গত ২৪ ঘন্টায় ঝালকাঠি সদর হাসপাতালে ১৬৫ জন ও নলছিটি উপজেলায় ১৩৫ জন আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। জেলায় গত ১সপ্তাহে হাসপাতালগুলিতে দু’হাজারের মত রোগী ভর্তি হয়ে চিকিৎসা সুস্থ হয়েছে। বর্তমানে হাসপাতালগুলিতে দৈনিক আসা মাত্রাতিরিক্ত রোগীদের জন্য ডায়রিয়া ওয়ার্ডে বেড না থাকায় হাসপাতালের বারান্দায় রেখে এদের যথাসাধ্য চিকিৎসা দিতে ডাক্তার ও নার্সরা হিমশিম খাচ্ছে। হাসপাতালগুলিতে এখন পর্যন্ত প্রয়োজনীয় আইভি স্যালাইন রয়েছে। তবে ডায়রিয়া নিয়ন্ত্রণে না এলে মজুত শেষ হয়ে সংকটে পড়তে হবে রোগী ও স্বাস্থ্য বিভাগকে। স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে কেন্দ্রীয় পর্যায়ে পরিস্থিতি অবগত করে আইভি স্যালাইনের চাহিদাপত্র দেয়া হয়েছে।
হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার কারন সনাক্ত করা যাচ্ছে না। চিকিৎসকদের ধারনা হাসপাতালে আসা রোগীদের মধ্যে তাদের পাতলা পায়খানা দেখা দেয়ার পরে প্রাথমিক পর্যায়ে খাবার স্যালাইন ব্যাবহার না করেই আইভি স্যালাইন নিলে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে ভেবেই হাসপাতালে ছুটে আসছে রোগীরা। এছাড়াও রমজানের কারনে সারাদিন প্রচন্ড গরমের মধ্যে ইফতার পর পরই কারও কারও ডায়রিয়া ও বমি শুরু হয়। আবহাওয়া দিনের বেলায় ৩৪-৪০সে.ফা. এবং রাতে ১০-১৫ সে.ফা. নেমে যায়। দিনের বেলা প্রচন্ড তাপ ও রাতে তুলনামুলকভাবে তাপমাত্রা কমে যাওয়ায় মানুষের শরীরে মানিয়ে নেওয়ার সক্ষমতা না থাকায় তারা এ জাতীয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি করোনা পরিস্থিতিজনিত কারণে মানুষের মধ্যে রোগ প্রতিরোধের সক্ষমতা কমে যাওয়ায় এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে চিকিৎসকরা ধারনা করছেন এবং তারা অভিমত প্রকাশ করেছেন, ডায়রিয়া রোগীদের নমুনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে ৫০ ভাগ রোগীই করোনা ভাইরাসে পজেটিভ রিপোর্ট পাওয়া যাবে। করোনা ভাইরাসের সিমটমের মধ্যে ডায়রিয়াও অনন্য উপসর্গের মধ্যে একটি বলে অভিমত দিয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎক ডা. আবুয়াল হাসান।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: