পাবনায় চলমান তাপদহে জনজীবন অতিষ্ঠ
রনি ইমরান (পাবনা):
মাহামীরতে গ্রীষ্মের প্রখর তাপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চলমান তাপদহে পুড়ছে প্রকৃতি, সূর্যের প্রচন্ড তাপ আর বাতাস যেনো আগুনে ছোঁয়া। সকাল থেকেই সূর্য তেঁতে থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে তাপমাত্রাও বাড়তে থাকে। এমন একটি অবস্থায় প্রাণীকূল ও জনজীবনে উঠেছে চরম হাঁসফাঁস। করোনাকালীন লকডাউন চলছে পাশাপাশি জরুরী কাজ ছাড়া ঘরের বাহিরে যাচ্ছে না মানুষ।
পাবনার আবহাওয়া অফসি সূত্রে জানা যায় গত সপ্তাহ থেকে শুরু হওয়া তাপপ্রবাহ সোমবার বেলা তিনটায় ৩৯ দশমকি শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার তাপমাত্রা আরো বাড়বে।আরও কিছুদিন এ অবস্থা বিরাজমান থাকতে পারে। আগামী দুই তিনদিন বৃষ্টির সম্ভাবনাও কম। তবে রাতের তাপমাত্রা কম থাকবে।
এদিকে, চলমান দাবদাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে কষ্টরে অন্ত নেই খেটে খাওয়া দিনমজুরীদের। এমনিতেই করোনাকালীন সময়ের লকডাউন তারপরে তাপদাহ বাহিরে দেখা যায়নি অনেক দিন মূজুর ও শ্রমিকদের।
রৌদ্রের উত্তাপে কাজকর্ম জীবীকা নির্বাহ করা অনকে কষ্টকর হয়ে গেছে। প্রচন্ড তাপে অসুস্থ হয়ে পড়ছে মানুষ।
রিক্সাচালক মাসুম জানায় সংসারের আহার সংগ্রহের জন্য রোদ কি আর ঝর বাদল কি! কাজ না করলে অনাহারে থাকতে হবে।
শহরের ইট কাঠরে খাচার ভিতর থাকা গৃহিনীরা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে। ফ্যানের গরম বাতাস আর ঘন ঘন লোডশেডিং কষ্টের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। গত এক সপ্তাহে পাবনা শহররে লোডশেডিং বেড়ে গেছে। বিশেষ করে সেহেরির সময় লোডশেডিং দেখা দিচ্ছে। সোমবার সেহেরির সময় থেকে কয়েক ঘন্টা লোডশেডিং দেখা গেছে।শহরের একজন গৃহিণী মোছঃ
ডলি খাতুন জানায়, সেহেরির সময় লোডশেডিং হলে খাবার প্রস্তুত করতে সমস্যা হয়। এরপরে সকাল পর্যন্তও লোডশেডিং হয়।
লোডশেডিং এর কারণে দৈনন্দিন জীবন যাপনে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। সমস্যা হচ্ছে সংবাদ আদান-প্রদানরে কাজেও।
পাবনা স্থানীয় খবরের কাগজ মেকিং এর সময় ঘন ঘন বিদ্যুতিক লোডশেডিং এর কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে অপারেটরদের। এ দিকে চলমান তাপদাহ অব্যাহত থাকার কারণে অসুস্থ্য হয়ে পড়ছে শিশু ও বয়স্করা।
হাসপাতাল সুত্রে জানা যায় গত কয়েক দিনের তাপপ্রবাহের কারণে হিটস্টোকের রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। রোগীদের মধ্যে বয়স্করা বেশী। বিশেষজ্ঞ ডা. গরমে বেশি বেশি বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়েছেন। এবং করোনা প্রতিরোধে সকল স্বাস্ব্যবিধি মেনে চলতে বলেছেন।
ডাক্তারা গরমে বেশী করে ফলের রস খেতে বলেছে পাশাপাশি রাস্তায় শরবত বা কমল পানীয় খাবার আগে যাচাই করে নিতে বলেছেন। কারণ এসব অস্বাস্থ্যকর পানি পান করায় অসুস্থ হতে পারে।
পাবনা শহরে ছাতিয়ানী পুকুরে গরম থেকে স্বস্তি পাওয়ার আশায় ছেলেবুড়ো নেমে পড়েছে। শিশুরা জলকেলীতে মেতেছে একটু স্বস্তি পাওয়ার আশায়।