ঝালকাঠিতে সাড়ে ৬লাখ টাকার বেসিন এখন ব্যবহার অনুপোযোগী

মোঃ রাজু খান (ঝালকাঠি) : করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার বিভিন্ন স্থানে জনসমাগম হয়, এমন জায়গাগুলোতে ২২টি বেসিন নির্মাণ করেছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতিটি বেসিনে নির্মাণ ব্যয় ধরা হয় ৩০ হাজার টাকা করে। দেশে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও নির্মাণের এক বছর অতিবাহিত না হতেই এসব বেসিনগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কোথাও বেসিনের টেপ ভাঙা, ভিতরে ময়লা আবর্জনায় ভরে থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বেসিনগুলোতে হাত ধোয়ার উপকরণ না রাখায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
তবে সিভিল সার্জনের অফিস থেকে বলা হয়েছে, বেসিনগুলো নির্মাণের পরে নিয়মিতই সাবান রাখা হতো। কিন্তু সাবান থাকে না। চুরি হয়ে যায়। আবার কোথাও সাবান থাকলেও মানুষের মধ্যে এখন আর হাত ধোয়ার আগ্রহ নেই। তাই একপর্যায়ে এসে বেসিনগুলো পরিত্যক্ত হয়ে গেছে।
ঝালকাঠি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানাগেছে, ২২টি বেসিন নির্মাণে মোট ব্যয় হয় প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা। প্রতিটি বেসিন লাল টাইলস পাথরের মোজাইক করা। দেয়া হয়েছিলো ২টি সাবান রাখার ট্রে (সাবান দানি), পানি পড়ার দুটি টেপ, সামনে দৃশ্যমান গ্লাস, পৌরসভার সাপ্লাই পানির পাইপের মাধ্যমে সংযোগ দেয়া হয় পানি ব্যবস্থাপনার। দাড়িয়ে স্বাচ্ছন্দ্যে হাত ধোয়ার পরিবেশ ছিলো নির্মিত বেসিনগুলো।
জেলা শহরে নির্মিত বেসিনে দেখা যায়, পানির পড়ার টেপ গুলোর কোথাও দুটিই ভাঙা আবার কোথাও একটি ভাঙা। কোথাও পানি ভর্তি আবার কোথাও ময়লা জমে আছে। নেই হাত ধোয়ার সাবান। বেসিনে উপচে পড়ছে ময়লা পানি, জমেছে শেওলা। সবগুলোই নির্মাণ করা হয়েছিলো জেলা প্রশাসক কার্যালয়, আদালত চত্ত্বর, সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল, প্রেসক্লাব, পৌরসভা, উপজেলা পরিষদ চত্ত্বরসহ গুরুত্বপুর্ণ স্থাপনার সামনে। ২২টি বেসিনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় এখন দৃশ্যমান রয়েছে ২১টি। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বেসিনটির স্থানে করা হয়েছে বঙ্গবন্ধুর নান্দনিক ম্যুরাল। গত ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এছাড়াও ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার ও বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ’র সৌজন্যে বিভিন্ন গুরুত্বপুর্ণ মোড়ে এবং মসজিদের সামনে স্থাপন করা হয় বেসিন। পৌরসভার পানি সাপ্লাই পানির পাইপের মাধ্যমে সংযোগ দেয়া হয় পানি ব্যবস্থাপনার। সেগুলোর মাত্র কয়েকটি বাদে বেশিরভাগই এখন পরিত্যক্ত ও ব্যবহারে অনুপযোগী।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, গত বছর প্রতিকূল পরিবেশের মধ্যে টেন্ডারের মাধ্যমে জেলায় ২২টি বেসিন নির্মাণ করা হয়। প্রতিটি বেসিন নির্মাণ ব্যয় ৩০হাজার টাকা ধরা হলেও ১০% বিয়োগে ২৬হাজার টাকা ব্যয়ে প্রতিটি বেসিন নির্মাণ কাজ সম্পন্ন হয়। বেসিনগুলো নির্মাণ করার পর প্রতিটি বেসিনে কিছু সাবান সংশ্লিষ্ট অফিসগুলোতে দেওয়া হয়। কিন্ত পরবর্তি সময়ে স্ব স্ব অফিসের তদারকিতে বেসিনগুলো ব্যবহার উপযোগী রাখার দায়িত্ব।