পাবনায় বাজারে ভোক্তার অভিযান অনিয়মে জরিমানা
রনি ইমরান (পাবনা):
পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে গতকাল বুধবার পাবনার বাজারে অভিযান পরিচালনা করে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতাবলে এবং উপজেলা প্রশাসনে, চাটমোহর এর সার্বিক সহযোগিতায় পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এঁর নেতৃত্বে উপজেলার উথুলি বাজার ও বাসস্ট্যান্ড বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকা-ের সাথে জড়িত থাকার অভিযোগে ০৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ৭হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও চাটমোহর থানা পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।