পাবনায় ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন
রনি ইমরান (পাবনা):
ধারের টাকা পরিশোধ না করায় পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় ছেলের লাঠির আঘাতে আহেজ প্রামানিক (৭০) নামের এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে পাবনার আতাইকুলা থানার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আহেজ প্রামানিক সাঁথিয়া উপজেলার রতনপুর গ্রামের মৃত ইমারত প্রামানিকের ছেলে।
জানা যায়, আহেজ প্রামানিক অভাবের কারণে তার ছেলে আব্দুর রহিম (৪২) এর নিকট থেকে ২ হাজার টাকা ধার নেয়। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৯ টার দিকে ছেলে রহিম পিতা আহেজ প্রামানিকের নিকট ধারের টাকা ফেরৎ চান।
বাবা টাকা ফেরৎ না দিতে পারায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে রহিম বাঁশের গুড়ালি দিয়ে পিতা আহেজকে লক্ষ্য করে ছুড়লে মাথার পিছন দিকে লেগে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা আহেজকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে সে মারা যায়।
রাতেই সংবাদ পেয়ে আতাইকুলা থানা পুলিশ বৃদ্ধ আহেজের লাশ উদ্ধার করে। ঘাতক রহিম রাতেই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ওসি (তদন্ত) সিদ্দিক হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।