পাবনায় কোভিডের চিকিৎসা সেবা পাওয়ার দাবীতে মানববন্ধন
রনি ইমরান (পাবনা):
পাবনায় কোভিড১৯ রোগীদের জন্য পিসিআর ল্যাব ও লিকুইড অক্সিজেন প্লান্টের দাবিতে বৃহস্পতিবার দুপুরে পাবনা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন থেকে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক বছর ধরে পাবনায় পিসিআর ল্যাবের দাবীতে মানুষ রাস্তায় ক্ষোভ প্রকাশ করছে অথচ তা পিসিআর ল্যাব এখনো স্হাপন করা সম্ভব হয়নি। মানুষ করোনা নিয়ে মৃত্যুবরণ করছে কিন্তু শনাক্তারে অভাবে করোনায় আক্রান্ত মৃত্যু কিনা তা জানা যাচ্ছেনা।পিসিআর ল্যাব স্হাপনের বিষয়ে জনপ্রতিনিধিরা নিরব,ল্যাব স্হাপন ও পাবনার চিকিৎসা সেবার উন্নয়নে তারা কিছুই করছেনা বলে মানববন্ধনে দাবী করেন পাবনার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। মানববন্ধন থেকে ক্ষোভ প্রকাশ করে বলা হয় জেলা স্বাস্ব্যবিভাগ করোনাকালীন সময়ে মানুষের স্বাস্ব্যসেবা নিশ্চিন্ত করতে ব্যর্থ। তাদের কাছে করোনায়,আক্রান্তদের সঠিক সংখ্যা টাও নেই। হাসপাতালে করোনারোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন নেই। নেই কোভিডে আক্রান্ত রোগীদের জন্য উন্নত শয্যার। মানুষের বেঁচে থাকার অন্যতম মৌলিক চাহিদা চিকিৎসা সেবায় পিছিয়ে রয়েছে পাবনা জেলা। জেলার প্রায় ৩০ লক্ষ মানুষের জন্য জরুরী চিকিৎসা সেবা প্রয়োজনীয় ব্যবস্থাও নেই। চিকিৎসা সেবা পাওয়ার দাবীতে বার বার মানুষ পথে নেমে ক্ষোভ প্রকাশ করলেও টনক নড়েনি চিকিৎসা সেবায় নিয়জিত সংশ্লিষ্টদের।
পাবনায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করছে গত এক সপ্তাহে কোভিড১৯ আক্রান্ত রোগীর সংখ্যা রাজশাহী বিভাগের মধ্য সর্বোচ্চ ছিল। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারন হিসেবে অনেকে মনে করেন জেলায় পিসিআর ল্যাব না থাকা। ল্যাব না থাকায় রাজশাহী ও সিরাজগঞ্জ গিয়ে করোনার নমুনা পরিক্ষা করতে হয়। কয়দিন রিপোর্ট আসতে দেরী হওয়ায় রোগীরা মনের অজান্তেই অন্যদের মাঝে ভাইরাস টির সংক্রমন ঘটায়।
করোনা পরিস্থিতি পাবনায় এক বছর অতিবাহিত হলেও এখনো পিসিআর ল্যাব স্হাপন করা সম্ভব হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন শহরবাসী। গত এক বছরে কয়েকটি মানববন্ধন হয়ে গেছে তবুও টনক নড়েনি কারো।
পাবনা ইছামতী উদ্ধার আন্দোলন ও কনজুমার এ্যাসোসিয়েশন এর উদ্দোগে মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমার। ইছামতী নদী উদ্ধার আন্দোলনের আহবায়ক মাহাবুব আলম। বক্তারা বলেন কোভিডে আক্রান্ত রোগীদের জন্য পাবনায় পিসিআর ল্যাব ও লিকুইড অক্সিজেন প্লান্ট না করা হলে কঠোর আন্দলনের ডাক দেওয়া হবে।