শিরোনাম

South east bank ad

পাবনা শহরে ৩ দফা দাবিতে মোটর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

 প্রকাশ: ০৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

পাবনা শহরে ৩ দফা দাবিতে মোটর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

রনি ইমরান (পাবনা):

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৩দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবার স্মারকলিপি প্রদান করেছে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

গতকাল বেলা ১১ টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষে হয়। এসময় মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ৩দফা দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুৃর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। ৩ দফার মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চালু, শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিক্রয়।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লা শেখ, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ হোসেন, সাবেক লাইন সম্পাদক আলাউদ্দিন আলাল, মোটর শ্রমিক নেতা শেখ রনি প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সর্বাত্মক লকডাউনে গণপরিবহণ ছাড়া সবই খোলা রয়েছে। সড়কে হাজারো অটোরিক্সা-সিএনজি-মাইক্রোবাস-ট্রাক গাড়ি চলাচল করছে। এসব গাড়ি সচল রেখে শুধু গণপরিবহণ বন্ধ রেখে করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধ করা সম্ভব নয়।

তারা আরও বলেন, লকডাউনের কারণে দীর্ঘদিন বাস চলাচল না করায় সারাদেশে লাখ লাখ পরিবহণ শ্রমিক মানবেতর দিনযাপন করছেন। অনেক পরিবহণ মালিক ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না। তারা জীবিকার তাগিদে গণপরিবহণ চালুর দাবি জানান।

এসময় মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি জীবন সরকার, পরিবহন শ্রমিক নেতা মো. শাহীন, আ. মোমিন, হান্নান মুন্সি, রিপন হোসেন, আবুল কালাম, ফেরদৌস আলী, শাহিন আলম, মেহেদি হাসান পুটিং, মুন্নাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: