চাঁপাইনবাবগঞ্জে নাশকতার মামলায় ৫৭ শিবিরকর্মী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজশাহীর রাজপাড়া থানা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল রাইহানসহ ৫৭ শিবিরকর্মীর বিরুদ্ধে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করেছে পুলিশ।
এর আগে, নাশকতা ও সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে ঐ ৫৭ জনসহ ২০২ জনকে রোববার (৬ মার্চ) সন্ধ্যায় আটক করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে সংগঠনের বই ও জিহাদি লিফলেট উদ্ধার করা হয়। তবে রাতে যাচাই-বাছাই শেষে ৫৭ জনকে গ্রেফতার দেখিয়ে মামলা করে পুলিশ। বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আটককৃতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় বলে জানিয়েছে পুলিশ।
নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, শিবিরকর্মী সন্দেহে ২০২ জনকে আটক করা হয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী বিভিন্ন লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়।