রাজশাহীদে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে ফেব্রুয়ারি ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
সভার শুরুতেই সভাপতি মহোদয় সার্বিক কার্যক্রমের উপর রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই, এসআই, ইন্সপেক্টর (তদন্ত), ওসি ও সার্কেল অফিসারদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। উল্লেখ্য ফেব্রুয়ারি ২০২২ মাসে রাজশাহী জেলা রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়, রাজশাহীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।