বেনাপোল বন্দরে কর্মরত হ্যান্ডলিং শ্রমিকদের সংবাদ সম্মেলন
বেনাপোল প্রতিনিধি :
গত ২৮ মার্চ সকালে পৌর মেয়র আশরাফুল আলম লিটনের হুকুমে তার পৌষ্য সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী পৌর কাউন্সিলর রাশেদ আলীর নেতৃত্বে ৬০/৬৫ জনের সন্ত্রাসী বাহিনী দ্বারা বেনাপোল স্থল বন্দরে কর্মরত শ্রমিকদের উপর অতর্কিত হামলা ও ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আসামীদের আটকের দাবিতে বুধবার দুপুরে বেনাপোলে সংবাদ সন্মেলন করেছেন বেনাপোল বন্দরে কর্মরত হ্যান্ডলিং শ্রমিকরা।
বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নং-৮৯১) সাধারন সম্পাদক অহিদুজ্জামান অহিদ লিখিত বক্তব্যে বলেন, গত সোমবার (২৮ মার্চ) সকালে আমার শ্রমিকরা যখন বন্দরের মধ্যে লোডিং আনলোডিং কাজে নিয়োজিত ছিল সেময় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নির্দেশে তার পোষ্য সন্ত্রাসী একাধিক মামলার আসামী পৌর কাউন্সিলর রাশেদ আলী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বন্দর এলাকায় সাধারন শ্রমিকদের লক্ষ্য করে বৃষ্টির মতো বোমাবাজি করে আতংক সৃস্টি করে নিরীহ খেটে খাওয়া শ্রমিক ভাইদের রক্তাক্ত জখম করেছে। ধারালো রামদা দিয়ে মারাত্মক জখম হওয়া কয়েকজন শ্রমিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই জামায়াত বিএনপির পেতাত্ম আওয়ামীলীগ নেতা লিটনের নির্দেশে এই বন্দরের উন্নয়নকে বার বার পদদলিত করার চেষ্টা করেছে তার পৌষ্য সন্ত্রাসী রাশেদ গং। দীর্ঘ এক ঘন্টারও অধিক সময় বোমাবাজি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। আওয়ামীলীগ নেতা ও বেনাপোল পৌর মেয়র কিভাবে এ ধরনের দেশদ্রোহীমূলক কর্মকান্ড ও সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারেন তা আমার বোধগম্য নয়। এঘটনায় আশরাফুল আলম লিটনকে এক নম্বর আসামী করা হলেও কোন অদৃশ্য কারনে লিটনের নাম এজাহার থেকে বাদ দেয়া হয়েছে। প্রশাসনের কঠোর ভূমিকায় সন্ত্রাসীরা এলাকা ছাড়া ও বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে জানান তিনি।
তিনি আরো বলেন, একাধিক মামলার আসামী রাশেদ আলী গং শান্ত বেনাপোলকে অশান্ত করার চেষ্টা করছে। আমদানিকারকদের মাঝে এখন আতংক বিরাজ করছে। সন্ত্রাসী রাশেদ আলী গং ও হুকুম দাতা আশরাফুল আলম লিটনের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
সংবাদ সম্মেলনে বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নং-৯২৫) নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেনাপোল বন্দরের শ্রমিকদের উপর বোমা বিস্ফোরণের ঘটনায় হুকুমদাতা মেয়র লিটনসহ ৩৬ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন ৯২৫ শ্রমিক সংগঠনের সভাপতি রাজু আহম্মেদ এবং একই অভিযোগ এনে মেয়র লিটনসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ। পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত ৮ জনকে গ্রেফতার করেছে।