জাতীয় সংবিধান দিবসে ত্রিশালে আলোচনা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ রাশেদ আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ কুমার, সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সাখুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমূখ।