South east bank ad

দেশের জ্বালানি খাত বিনিয়োগবান্ধব : নসরুল হামিদ

 প্রকাশ: ১৮ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

দেশের জ্বালানি খাত বিনিয়োগবান্ধব : নসরুল হামিদ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বিনিয়োগবান্ধব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরক লোহ আজ বুধবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠক সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নে বিস্ময়কর সাফল্যের পাশপাশি পরিকল্পিত নগরায়ণ, জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তিখাতে সিঙ্গাপুরের সঙ্গে সমন্বয় করে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। এতে উভয় দেশই উপকৃত হবে।

সিঙ্গাপুরের হাইকমিশনার এ সময় বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত বন্ড ইস্যু বা পুঁজিবাজারে যেতে পারে। সিঙ্গাপুরের মার্কেট সবার জন্য উন্মুক্ত।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বিনিয়োগবান্ধব। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে সামগ্রিক সিস্টেম হালনাগদ করতেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করা যেতে পারে। সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে আর কী কী কাজ করা যেতে পারে, তা অনুসন্ধান করতে উভয়পক্ষ নিয়ে একটি কমিটি করা যেতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সিঙ্গাপুরের হেড অব মিশন শিলা পিল্লাই, সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর ওমা মনিয়ানদি, সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক কান্ট্রি অফিসার নাথানিয়াল লি, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের পরিচালক জয়াকৃষনান গোপালকৃষনান ও এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের গ্লোবাল ডিরেক্টর অড্রে টেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: