শিরোনাম

South east bank ad

দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগের প্রেক্ষিতে অভিযান

 প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগের প্রেক্ষিতে অভিযান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পানি উন্নয়ন বাের্ড-এর প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ৯০৫ টি গভীর নলকূপ আধুনিকায়নসহ বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযােগে অদ্য ১০/৩/২০২২খ্রি: তারিখে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম এবং উপসহকারী পরিচালক সোমা হোড় এর সমন্বয়ে এনফোর্সমেন্ট একটি অভিযান পরিচালনা করেছে। টিম বর্ণিত প্রকল্পের অভিযোগ সংক্রান্ত ৪টি প্যাকেজের বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ মাহতাব উদ্দিন দপ্তরে উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদনে আকারে কমিশন বরাবর দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

সরকারি বরাদ্দকৃত ঔষধ রােগীদের বরাদ্দ না করে আত্মসাতের অভিযােগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক মােঃ নাজমুচ্ছায়াদাত এর নেতৃত্বে ০৩ সদস্যের একটি টিম সরেজমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে মেডিকেল কলেজের মেডিসিন স্টোর হতে ডিসপেনসারিতে ঔষধ গ্রহণের ক্ষেত্রে রেজিস্ট্রারে উল্লেখিত ঔষধ ও বাস্তবে প্রাপ্ত ঔষধের মধ্যে গড়মিল পাওয়া যায়। স্টকে থাকা ঔষধের পরিমাণের সাথে রেজিস্ট্রারে উল্লেখিত পরিমাণের বেশ গড়মিল পাওয়া যায়।
চাহিদার চেয়ে বেশি পরিমাণে ঔষধের ডিমান্ড করা হয়েছে এবং স্টোর থেকে ঔষধ গ্রহণ করার পরও রােগীদের তা সরবরাহ করা হয়নি।

সরেজমিন অভিযানে আরও দেখা যায়, হাসপাতালের ওয়ার্ডগুলােতেও ইনডেন্ট রেজিস্ট্রারের সাথে স্টোর রেজিস্ট্রারের গড়মিল পরিলক্ষিত হয়। অভিযানকালে টিম উক্ত বিভিন্ন রেজিস্ট্রারের কাগজপত্র সরবরাহের জন্য সিনিয়র স্টাফ অফিসারকে নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালকের সাথে কথা হয়। সার্বিক অভিযানের বিষয়টি তাকে অবহিত করা হয় এবং হাসপাতালের সরকারি ঔষধ রােগীদের প্রাপ্তির বিষয়টি নিশ্চিতকরণের পরামর্শ দেয়া হয়। এবিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন (ইউজিসি) অনুমােদিত পদের বাহিরে ১০৯ জনকে নিয়ােগ দেওয়ার অভিযােগ বিষয়ে অভিযান পরিচালনা করেছে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের একটি টিম। অভিযানকালে অভিযােগের বিষয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মােঃ নাইমুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সাথে অভিযান টিম কথা বলে এবং রেকর্ডপত্র সংগ্রহ করে।

অভিযান পরিচালনাকারী টিম রেকর্ডপত্র পর্যালােচনাপূবর্ক কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

BBS cable ad

দুদক এর আরও খবর: