শিরোনাম

South east bank ad

জ্ঞাত আয় বহিভূত সম্পদ র্অজন করায় দুদকের মামলা

 প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

জ্ঞাত আয় বহিভূত সম্পদ র্অজন করায় দুদকের মামলা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আসামি মো: জাকির হোসেন (৫৩), প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ হাই কমিশন, নাইরোবী, কেনিয়া, বর্তমানে-প্রশাসনকি র্কমর্কতা, পররাষ্ট্র মন্ত্রণালয়, সগেুনবাগচিা, ঢাকা, পিতা-শখে জহুরুল হক, বর্তমান ঠিকানা- রোড নং-৬, জান্নাতবাগ, নন্দীপাড়া, ঢাকা, স্থায়ী ঠিকানা-বাড়ী নং-০১, গ্রাম-বাসাবাটী, ডাকঘর-বাগেরহাট, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট ১৫,৩৯,৯৭,৬৯৬ টাকার জ্ঞাত আয় বহর্ভিূত সম্পদ র্অজন করে তার নজি ভোগদখলে রখেে র্দুনীতি দমন কমশিন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তযিোগ্য অপরাধ করছেনে। এছাড়াও তিনি একজন সরকারি র্কমর্কতা হয়েও অসৎ উদ্দশ্যেে র্আথকি ভাবে লাভবান হওয়ার মানসে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করত ও ক্ষমতার অপব্যবহার র্পূবক ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং র্বণতি হসিাবসমূহে অবধৈ র্কাযক্রমরে মাধ্যমে উর্পাজতি অপরাধলব্ধ আয়রে ৪১,৩৬,০৭,০০২/- টাকা হস্তান্তর , রূপান্তর ও স্থানান্তররে মাধ্যমে অবস্থান গোপন করে মানলিণ্ডারংি প্রতরিোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তযিোগ্য অপরাধ করছেনে।

ঘটনার বিবরণ এই যে, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার নথি নং-০০.০১.০০০০.৫০২.০১.০০১.২১ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানকালে সংগৃহীত কাগজপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় যে, আসামি মো: জাকির হোসেন ১৯৯২ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করনে। তারপর তিনি ১৯৯৫ সালে কুয়তে দূতাবাসে এবং ২০০৯ সাল থেকে ২০১৮ সাল র্পযন্ত প্রশাসনিক র্কমর্কতা হসিবেে বাংলাদশে হাইকমশিন, কনেয়িা নাইরোবীতে র্কমরত ছলিনে। তার ২০২১-২০২২ করবর্ষের আয়কর নথি অনুযায়ী তার নামে ফ্ল্যাট সি ৩,বাড়ি ০৫, রোড-০১, ধানমন্ডি ঢাকায় ১টি ফ্ল্যাট ক্রয় -৫০,৮৪,৮০০/- নন্দিপাড়া, খিলগাঁও ঢাকায় ২৬৩ অযুতাংশ জমরি উপর ৫ তলা ভবন নর্মিান ব্যয় ৭৫,৭৫,৭০০/- টাকাসহ সর্বমোট ১,৫১,১০,২০০/- টাকার স্থাবর সম্পদ পাওয়া যায়। এছাড়া সঞ্চয়পত্র রয়েছে ১৩,৩০,০০,০০০/-টাকা, গাড়ী (টয়োটা রোস) ১৫০০সিসি মূল্য ৩৮,৯৫,০০০/-টাকা, হাতে নগদ ১৯,১৯,৯৭০/-টাকা ও ব্যাংকে গচ্ছিত ৭২,৫০৬/-টাকাসহ সর্বমোট ১৩,৮৮,৮৭,৪৭৬/-টাকা অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অর্থাৎ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি জনাব জাকির হোসেন এর নামীয় স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য একত্রে (১,৫১,১০,২০০+ ১৩,৮৮,৮৭,৪৭৬) = ১৫,৩৯,৯৭,৬৭৬/- টাকা পাওয়া যায়। উক্ত সম্পদরে বপিরীতে আয়রে উৎস সর্ম্পকে তনিি সঠকি রর্কেডপত্র/তথ্যাদ/িহসিাবাদি প্রর্দশন করতে সক্ষম হননি বধিায় উক্ত সম্পদ তার জ্ঞাত আয় বহর্ভিূত সম্পদ র্মমে প্রাথমকি ভাবে প্রমাণতি হয়। র্অথাৎ তনিি একজন সরকারী র্কমর্কতা বা পাবলকি র্সাভন্টে হসিবেে র্কমরত থকেে ১৫,৩৯,৯৭,৬৯৬/- টাকার জ্ঞাত আয় বহর্ভিূত সম্পদ র্অজন করে তার নজি ভোগদখলে রখেে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তযিোগ্য অপরাধ করছেনে।

এছাড়া অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট মো: জাকির হোসেনের নামীয় র্ফাস্ট সকিউিরটিি ইসলামী ব্যাংক লমিটিডে,বাগরেহাট শাখায় ১৫/০১/২০১৩ খ্রি:-১৫/০৬/২০২১ খ্রি: র্পযন্ত সময়ে ৭ টি একাউন্টরে মাধ্যমে ৩১,৭০,৬০,৯১৩ টাকা, সোনালী ব্যাংক লমিটিডে ভকিারুননসিা নুন স্কুল শাখার ১ টি একাউণ্টরে মাধ্যমে ৪,০৩,১০,৯৩০ টাকা এবং ১৪/০৬/২০২০ খ্রি: তারখিে পদ্মা ব্যাংক লমিটিডে এর ধানমণ্ডি শাখায় ১৫ টি ময়োদী এফডআির হিসাবে ৫,৬২,৩৫,১৫৯ টাকাসহ সর্বমোট (৩১,৭০,৬০,৯১৩+ ৪,০৩,১০,৯৩০+৫,৬২,৩৫,১৫৯)= ৪১,৩৬,০৭,০০২/- টাকার লেন-দেনের তথ্য পাওয়া গেছে। ব্যাংক সমূহে লেনদেনকৃত উক্ত অর্থের বৈধ উৎস সংক্রান্ত কোন রেকর্ডপত্র অনুন্ধানকালে পাওয়া যায়নি। বজ্ঞি মহানগর দায়রা জজ আদালতরে স্মারক নং-১৬০৩৮, তারখি- ২০/০৯/২০২১ মূলে উক্ত ব্যাংক একাউন্ট সমূহরে অবরুদ্ধকরণ এর আদশে প্রদান করা হয়। তনিি একজন সরকারি র্কমর্কতা হয়ওে অসৎ উদ্দশ্যেে র্আথকিভাবে লাভবান হওয়ার মানসে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করতঃ ও ক্ষমতার অপব্যবহারর র্পূবক ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং র্বণতি হসিাবসমূহে অবধৈ র্কাযক্রমরে মাধ্যমে উর্পাজতি অপরাধলব্ধ আয়রে ৪১,৩৬,০৭,০০২/- টাকাকে হস্তান্তর , রূপান্তর ও স্থানান্তররে মাধ্যমে অবস্থান গোপন করে মানলিন্ডারংি প্রতরিোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ও ধারায় শাস্তযিোগ্য অপরাধ করছেনে।

এমতাবস্থায়, একজন সরকারি র্কমর্কতা হয়ে আয়ের উৎসরে সাথে অসংগতপর্িূণ ১৫,৩৯,৯৭,৬৯৬ টাকার সম্পদ অর্জন ও অবধৈ র্কাযক্রমরে মাধ্যমে উর্পাজতি অপরাধলব্ধ আয়রে ৪১,৩৬,০৭,০০২/- টাকা হস্তান্তর , রুপান্তর ও স্থানান্তররে মাধ্যমে অবস্থান গোপন করায় আসামি মো: জাকির হোসনে, প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ হাই কমিশন, নাইরোবী, কেনিয়া, বর্তমানে- প্রশাসনিক কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা, পিতা- শখে জহুরুল হক, বর্তমান ঠিকানা- রোড নং-৬, জান্নাতবাগ, নন্দীপাড়া, ঢাকা, স্থায়ী ঠিকানা-বাড়ী নং-০১, গ্রাম-বাসাবাটী, ডাকঘর-বাগেরহাট, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট এর বরিুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন , ২০০৪ এর ২৭ (১) ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানলিন্ডারংি প্রতরিোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় ০১(এক) টি মামলা দায়ের করেন দদুকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।মামলার তারিখ ১৪.৩.২০২২, সজেকা ঢাকা-১

BBS cable ad

দুদক এর আরও খবর: