বঙ্গবন্ধুর সমাধিতে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)।
আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুরে সমাধিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ডুসার উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা। এরপরে দোয়া-মোনাজাত করেন তারা। একই সঙ্গে দুর্নীতি বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন তারা।
এ সময় ডুসার উপদেষ্টা পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী, ইকবাল হোসেন, সভাপতি মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামসহ ২৪ জেলা কার্যালয় ও প্রধান কার্যালয়ের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা। দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং উত্তম চর্চার বিকাশ সাধন করার লক্ষ্যে দুদক সৎ, মেধাবী, ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কিন্তু এ সংস্থাটি প্রতিষ্ঠার দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও অন্যান্য সরকারি দপ্তরের মতো সংস্থাটিতে একটি সার্ভিস অ্যাসোসিয়েশন গড়ে তোলা সম্ভব হয়নি।
পেশাগত মানোন্নয়ন ও বিকাশের মাধ্যমে সামষ্টিক কল্যাণ, পারস্পরিক ঐক্য এবং সংহতি দৃঢ় করার লক্ষ্যে সার্ভিস অ্যাসোসিয়েশন গড়ে তোলার প্রয়োজনীয়তা দীর্ঘ দিন থেকেই তীব্রভাবে অনুভূত হয়ে আসছিল। এরই অংশ হিসেবে ডুসার যাত্রা শুরু হলো।