৯ লাখ টাকা ঘুস নেওয়ায় ওয়ার্ডবয়ের বিরুদ্ধে মামলা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ওয়ার্ড বয় মো. গোলাম ফারুক। তিনি এখন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি। অভিযোগ, চাকরির লোভ দেখিয়ে ৯ লাখ টাকা ঘুস নিয়েছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের প্রধান কার্যালয়ের অনুমতি নিয়ে বুধবার (৬ এপ্রিল) গোলাম ফারুকের বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম।
জানা গেছে, আসামির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্টদের বক্তব্য, তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদক টিম।
টিম জানতে পারে গোলাম ফারুক চাকরি প্রত্যাশী মো. সবুজ মিয়া, মো. কারিমুল ইসলাম এবং মো. মশিউর রহমানের থেকে তিন লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা ঘুস নেন। এতে করে তিনি দণ্ডবিধির ১৬২/৪২০ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধে আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে মামলা করে দুদক।