সাবেক জেলারকে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার মো. সোহেল রানা বিশ্বাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানির সময় আদালতে মো. সোহেল রানা বিশ্বাস উপস্থিত ছিলেন। মো. সোহেল রানা বিশ্বাস ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া গ্রামের জিন্নাত আলী বিশ্বাসের ছেলে। তিনি রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতারের সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেলার হিসেবে কর্মরত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ২৩৫ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে ৪০ লাখ ২৭ হাজার ২৩৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মো. সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে ২০২১ সালের ২৯ নভেম্বর দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ পরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন। ২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার ‘অবৈধ’ টাকা ও ফেনসিডিলসহ সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ। এ ছাড়া তার কাছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়। পরে সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশ্রাফ উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মাদক ও মানিলন্ডারিং আইনে পৃথক দুটি মামলা করেন। এ ঘটনার পরে কারা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেন।
দুদকের প্রসিকিউশন শাখার নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী পরিদর্শক বলেন, ভৈরবের একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন মো. সোহেল রানা বিশ্বাস। দুদকের মামলায় সোহেল রানা বিশ্বাসকে গ্রেফতার দেখানোর জন্য গত ১৮ এপ্রিল আদালতে একটি আবেদন করা হয়। আজ আদালতে উভয় পক্ষের শুনানি শেষে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন।