South east bank ad

বন্যায় সুরমার চরে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করল বাংলাদেশ সেনাবাহিনী

 প্রকাশ: ১৯ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

বন্যায় সুরমার চরে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করল বাংলাদেশ সেনাবাহিনী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জে ভ্রমণে গিয়ে বন্যায় সুরমার চরে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ রোববার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের দলটি ১৪ জুন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিল। গত বৃহস্পতিবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হলে ঐ শিক্ষার্থীরা সুনামগঞ্জের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। সেখান থেকে জেলা প্রশাসক গিয়ে তাদের উদ্ধার করে পুলিশ লাইনসে নিয়ে যান।

এরপর গতকাল শনিবার দুপুরে পুলিশের ব্যবস্থাপনায় একটি লঞ্চে করে ঐ ২১ শিক্ষার্থীসহ আরো প্রায় ১০০ জনকে সিলেটের উদ্দেশে পাঠানো হয়। তবে লঞ্চটি সন্ধ্যার দিকে দোয়ারাবাজার উপজেলা সদরের কাছে একটি ডুবোচরে ইঞ্জিন বিকল হয়ে তা আটকে যায়। তারা সেখান প্রায় ছয় ঘণ্টা আটকে থাকেন।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: